আটলান্টিক সিটিতে প্রবাসী হিন্দুদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

0
743

আটলান্টিক সিটি থেকে সুব্রত চৌধুরী: বাংলাদেশের বিভিন্ন জায়গায় সনাতনী হিন্দু স¤প্রদায়ের বসতবাড়ি, মন্দির, পূজা মণ্ডপে হামলা এবং প্রতিমা ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সিতে বসবাসরত প্রবাসী হিন্দু স¤প্রদায়।

গত ২০ অক্টোবর, বুধবার রাতে আটলান্টিক সিটির ১৪১১, পেনরোজ এভিনিউর একটি ভেনুতে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বিনোদ ভেলোর, সুমন মজুমদার, মেহুল মাকদিয়া, সমীর ঠাকুর, শান্তনু সরকার, সুমি মজুমদার, মিনু নন্দী, বিজন বিহারি বাড়ৈ প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্ব পরিকল্পিতভাবে হিন্দুদের প্রাণের উত্সব শারদীয় দুর্গাপূজায় দেশের বিভিন্ন স্থানে হামলা, প্রতিমা ভাংচুর ও পূজা অর্চনা ভন্ডুল করা হয়েছে। পূর্বেও এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

বক্তারা আরো বলেন, আগে সা¤প্রদায়িক হামলার ঘটনা ঘটতো নির্বাচন কেন্দ্রিক, এখন তা শুরু হয়েছে উত্সব কেন্দ্রিক, যা অত্যন্ত আশংকার। বক্তারা বলেন, বর্তমান সরকার সব সময়ই বলে থাকেন, বাংলাদেশ অসা¤প্রদায়িক দেশ। আমরাও তা অন্তরে ধারণ করি, লালন করি।

বাংলাদেশের স্বাধীনতা অসা¤প্রদায়িকতার ফসল। কিন্তু যদি তাই হয়, তবে স্বাধীনতার এত বছর পরও কেন এই সা¤প্রদায়িক সহিংসতা! মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই ঘটনার সাথে জড়িতদের শাস্তি হবে। স্বরাষ্ট্রমন্ত্রীও এই নাশকতার সাথে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন। আমরা দ্রুত এর বাস্তবায়ন চাই।’

বক্তারা সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, ‘যারা এ হামলার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন, যাতে এই অপশক্তিরা বোঝে যে অন্যের ধর্মের তি করে নিজের ধর্মের মহিমা প্রতিষ্ঠা করা যায় না, রাষ্ট্রও সে অপরাধ মা করে না।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে