বাংলাদেশে পূজামন্ডপ ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদে মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

0
735

মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা শহরে বসবাসরত প্রবাসী বাঙালিরা অবিলম্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা, মন্দির-পূজামণ্ডপ, বাড়িঘর-ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার নিন্দা ও তা বন্ধের দাবি জানিয়েছেন।

গত ২০ অক্টোবর বুধবার শহরের বিভার রুইন রোড, নরক্রস এ আয়োজিত সমাবেশে তাঁরা অবিলম্বে এ ঘটনা বন্ধের দাবি জানান।

বক্তারা বলেন, গত ১৩ অক্টোবর হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার দ্বিতীয় দিন কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার প্রসঙ্গ এনে একটি বিশেষ গোষ্টী কুমিল্লাসহ দেশের ৭০টি পুজামন্ডপে হামলা, অগ্নিসংযোগ ও ভাংচুর করে। এই সন্ত্রাস শুধুমাত্র একদিন নয় পরপর কয়েকদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ঘটেছে। সর্বশেষ ১৭ অক্টোবর ২০২১ রংপুরের পীরগঞ্জ উপজেলায় এই সন্ত্রাসী ঘটনার পুনরাবৃত্তি ঘটে। হিন্দু গ্রামবাসীদের বাড়ি গভীর রাতে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেয়া হয়। শুধুমাত্র পুজামন্ডপে হামলা নয়, হিন্দু স¤প্রদায়ের বাড়িতে অগ্নিসংযোগ এমনকি নিরীহ মানুষও হত্যা করা হয়েছে।

তাঁরা আরো বলেন, বাংলাদেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও আদিবাসী জনগোষ্ঠী মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে একটি অসা¤প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন নিয়ে- যেখানে সব মানুষ তার নিজ নিজ ধর্ম, কৃষ্টি ও সংস্কৃতির চর্চা করতে সক্ষম হবে। অথচ স্বাধীনতার ৫০ বছর পরও দেশের মানুষ সা¤প্রদায়িক হামলার শিকার হচ্ছে প্রতিনিয়ত।

বক্তারা এই সা¤প্রদায়িক সন্ত্রাসের কঠোর নিন্দা জ্ঞাপন করেন এবং দোষী ব্যক্তিদের অবিলম্বে আইনের আওতায় এনে কঠোর শাস্তি প্রদান ও ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

কমিউনিটি নেত্রী ইলা চন্দের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শেখ রহমান চন্দন, আশফাক স্বপন, চন্দ্র শেখর দত্ত, রশীদ মালিক, উত্তম দে, ভাস্কর চন্দ, সত্যব্রত কর, মোহন জব্বার, রুবিনা শম্পা, মোস্তাফা কামাল মাহমুদ, মোহাম্মদ রাসেল, কাজী আনোয়ার, রণদা প্রসাদ চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে