ভার্জিনিয়ায় মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের জন্য ব্যাপক প্রস্তুতি

0
898

আগামী ১৯ ফেব্রুয়ারি ২০২২ ডিসি একুশে এলায়েন্সের উদ্যোগে মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন ও মহান শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে।
বাংলাদেশী এমেরিকান আই টি প্রফেশনাল অর্গানাইজেশন (বাইটপোর) সার্বিক পরিচালনায় এবারে একুশের অনুষ্ঠানটি হবে কেনমোর মিডল স্কুল, ২০০ সাউথ কার্লিন স্পিরিং রোড, আর্লিংটন, ভার্জিনয়ায়। এবার একুশে উদযাপনের জন্য ডিসি, ভার্জিনিয়া ও ম্যারিল্যান্ডের ২৩টি সংগঠন এই একুশে এলায়েন্সের ব্যানারে রেজিস্ট্রেশন করেছে তারা হলো- ওয়ার্ল্ড ডেমোক্রেটিক ন্যাশনাল কাউন্সিল, সুন্দরবন, স্বাধীন বাংলাদেশ কালচারাল অর্গানাইজেশন, স্বদেশ, প্রিয়বাংলা, পিপল এন্ড টেক ফাউন্ডেশন, ম্যারিল্যান্ড ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এলামনি ইন ডিসি, ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি, ফসল, একাত্তর ফাউন্ডেশন, ধ্রæপদ, ঢাকা ইউনিভার্সিটি এলামনাই ফোরাম, বুয়েটারিয়ান ইউএসএ ক্যাপিটাল রিজন, বেস্ট, বাইটপো, বাই, বাকোডিসি, বাকডিসি, বাফি, আমরা নারী, আবিয়া, ও আমারা বাঙালি ফাউন্ডেশন।

ইতিমধ্যে অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সামছুদ্দীন মাহমুদ জানান। তিনি জানান, এর মধ্যে ২৬টি সাব কমিটি গঠন করা হয়েছে। সকল কমিটির কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে। শহীদ মিনার প্রস্তুতি ও রিপেয়ারিং এর কাজও প্রায় শেষ পর্যায়ে।

যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবানী।
সে সব কাহার জন্ম নির্ণয় না জানি।।

মধ্যযুগীয় অন্যতম কবি আবদুল হাকিমের বাংলাপ্রেমে উজ্জ্বীবিত এবারের একুশে উদযাপন এর মুল থীম ‘২১ শুধু সংখ্যা নয়ঃ একটি মুক্তির মন্ত্র’
সাংস্কৃতিক কমিটির সমন্বয়কারী হিরন চৌধুরীর পরিকল্পনায় ও অদিতি রহমানের গ্রন্থনায় এবারের একুশের মূল থীমের রিহার্সাল ইতিমধ্যে শুরু হয়েছে বাংলাদেশী মালিকাধিন যুক্তরাষ্ট্রে একমাত্র বিশ্ববিদ্যালয় আই গ্লোবাল ইউনিভাসিটির অডিটোরিয়াম টাইসন কর্ণার, ভার্জিনিয়ায়।

এ ছাড়াও অনুষ্ঠানে থাকবে মাল্টিকালচালার শিল্পীদের পরিবেশনা। এটি সমন্বয় করছেন প্রিয়লাল কর্মকার।
অনুষ্ঠানে থাকছে নবপ্রজন্মের শিল্পীদের গান ও নৃত্য পরিবেশনা, থাকবে মিজানুর ভুইয়ার পরিকল্পনায় একুশের পুথি পাঠের আসর।

হিরন চৌধুরী, আবু রুমী ও তসলিম হাসানের পরিচালনায় কোরাস গানে আরো অংশগ্রহণ করবেন শরাফত হোসেন বাবু, অসীম রানা, কিমেন্ট গোমেজ, ডোরা গোমেজ, ক্রিস্টোফার গোমেজ, ডরোথি বোস, ফয়সাল কাদের, হাসান চৌধুরী, মোহাম্মদ মজিদ, স্যাম রিয়া, সারা লুডমিয়া, শামীম সেলিমুদ্দীন, বুলবুল ইসলাম, তনুশ্রী দত্ত, মাসুমা মেরিন, মিজানুর ভুইয়া, প্রিয়লাল কর্মকারসহ আরো অনেকে।

এর মধ্যে এ্যান্থনী গোমেজের সম্পাদনায় ‘চেতনায় একুশ’ নামের স্মরণিকা প্রকাশের কাজও পুরোদমে শুরু হয়েছে বলে অনুষ্ঠানের কো-অর্ডিনেটর সামছুদ্দীন মাহমুদ জানান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে