সাড়ে ৯১ হাজার পয়সা দিয়ে কর্মীকে বেতন দিলেন মালিক

0
332

অনলাইন ডেস্ক : এক গাড়ি মেকানিককে তার সাবেক মালিক পাওনা ৯১৫ মার্কিন ডলার পরিশোধ করেছেন ঠিকই। কিন্তু তা করেছেন ৯১ হাজার ৫০০টি পয়সা দিয়ে। মালিকের এমন আচরণে চলছে মামলা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দ্য নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের জর্জিয়ায় ঘটেছে এই ঘটনা। গাড়ি মেকানিক অ্যান্ড্রিয়াজ ফ্লেটেনকে বেতন দেওয়া হয়েছে ঠিকই। কিন্তু ৯১ হাজার ৫০০টি পয়সা দিয়ে। যার ওজন ২২৭ কেজি। এমন ঘটনায় চটেছেন অ্যান্ড্রিয়াজ।

অ্যান্ড্রিয়াজ অভিযোগ করে বলেন, বস্তায় ভরে সেই টাকা দেওয়া হয় অ্যান্ড্রিয়াজকে। সেই টাকা গুনতে তার ৭ ঘণ্টা সময় লেগেছে। এমনকি তার বেতনের পুরো টাকাটাও দেননি মালিক।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন অ্যান্ড্রিয়াজ। যা এখন যুক্তরাষ্ট্রের শ্রম দফতরের কাছে পৌঁছায়। শ্রম দফতর বিষয়টি নিয়ে আদালতে যায়।

এরপর মাইলস ওয়াকার নামে ওই মালিকের বিরুদ্ধে প্রশাসনকে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে কর্মীকে হেনস্তা, শ্রম আইন ভঙ্গসহ একাধিক মামলা রুজু করা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে