জেলেনস্কিকে হত্যার রুশ ষড়যন্ত্র নস্যাতের দাবি ইউক্রেনের

0
14

অনলাইন ডেস্ক : ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার একটি রুশ ষড়যন্ত্র নস্যাৎ করেছেন দেশটির কাউন্টার ইন্টেলিজেন্স কর্মকর্তারা। মঙ্গলবার ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ এই দাবি করেছে। খবর আলজাজিরার।

এক বিবৃতিতে এসবিইউ বলেছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফেডারেল সিকিউরিটি সার্ভিস (এফএসবি) পরিচালিত এজেন্টদের একটি নেটওয়ার্ক উন্মোচিত করেছেন তারা। এই নেটওয়ার্কের লক্ষ্য ছিল জেলেনস্কি ও অন্যান্য সিনিয়র ইউক্রেনীয় রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাদের হত্যা করা।

ইতিমধ্যে দেশদ্রোহিতার অভিযোগে ইউক্রেনের স্টেট গার্ডের দুই কর্নেলকে গ্রেপ্তার করা হয়েছে। তারা দেশটির শীর্ষ কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

জেলেনস্কির নিরাপত্তা সঙ্গে ঘনিষ্ঠ কর্মকর্তাদের শনাক্তে কাজ করে আসছিল রাশিয়া। ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগেই এই দুই কর্নেলকে নিয়োগ করা হয়েছিল।

বিবৃতিতে এসবিইউ আরও বলেছে, এই দুজনকে প্রেসিডেন্ট গার্ডের ঘনিষ্ঠ কাউকে খুঁজে বের করার দায়িত্ব দেওয়া হয়েছিল যার কাজ হবে জেলেনস্কিকে প্রথমে জিম্মি করা। তারপর তাকে হত্যা করা। তবে কথিত এই ষড়যন্ত্র ঠিক কবে বানচাল করা হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু বলেনি সংস্থাটি।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে রাশিয়ার তরফ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে আলজাজিরা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে