ষোলই ডিসেম্বরে

0
216

বিচিত্র কুমার

লাল-সবুজের উড়ন্ত পতাকা, কিনেছিলাম বুকের রক্ত দিয়ে
ঊনিশ’শ একাত্তরের ষোলই ডিসেম্বরে।
মাগো তোমার অশ্রুজলে, জয় বাংলার ধ্বনি তুলে
একটা স্বাধীন দেশের জন্যে।
হাজার ছেলে প্রাণ দিল, একটু সুখের জন্যে
রক্ত দিয়ে কেনা এই স্বদেশ ষোলই ডিসেম্বরে।

দুপচাঁচিয়া, বগুড়া, বাংলাদেশ

 

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে